কাতার

কাতারে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাতারে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, সন্ধ্যা ৮:২৫

নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ মার্চ) রাজধানী দোহায় আমান উল্লাহ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সভাপতি আবু ছায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির যুগ্ম সম্পাদক ও নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতারের প্রধান উপদেষ্টা গোলাম ছারওয়ার মিশু।

সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মেরুর সার্বিক তত্ত্বাবধানে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ পারভেজ আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতার বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোল্লা, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সহ-সভাপতি আবুল কাসেম ভূঁইয়া, দেলোয়ার হোসেন ভূঁইয়া ও আব্দুল মালেক খান।

এছাড়া ফোরামের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম ফয়সাল, সহ-সভাপতি সাহাব উদ্দিন, সাইফুল ইসলাম, ফয়জুল ইসলাম মিশন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন কাতার বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া।