সারাদেশ

তাড়াশে আনারস প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

তাড়াশে আনারস প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৬ মে ২০২৪, রাত ১০:০১

সিরাজগঞ্জের তাড়াশের বারোয়ারী বট তলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যার প্রার্থী সঞ্চিত কর্মকারের নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
সঞ্চিত কর্মকার এবারের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। সোমবার বিকেলে তাড়াশ পৌর সদরের বারোয়ারী বটতলায় ওই নির্বাচনী অফিস উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস ছামাদ খন্দকার। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রজত ঘোষ। এ সময বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মো. করিম বকশ, অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, প্রভাষক মোক্তার হোসেন, আলহাজ হোসেন, জাকির হোসেন রনি, মহিলা নেত্রী মিনতি রানী বসাক প্রমূখ। এবারের নির্বাচনে আনারস প্রতীককে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এমন লক্ষ নিয়ে মাঠে নেমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করার আহবান জানান বক্তারা। আরও পড়ুন: নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন  
মুন টাইমস নিউজের এর সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন