সারাদেশ

নওগাঁয় বিভিন্ন এতিমখানায় ৩৬ লক্ষ চব্বিশ হাজার টাকা চেক বিতরণ

নওগাঁয় বিভিন্ন এতিমখানায় ৩৬ লক্ষ চব্বিশ হাজার টাকা চেক বিতরণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৬ মে ২০২৪, বিকাল ৪:৩৭

নওগাঁর পোরশায় সমাজ সেবা কার্যালয় কর্তৃক বিভিন্ন এতিমখানায় ৩৬ লাখ ২৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রাপ্ত রোববার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ওই চেক বিতরণ করেন ইউএনও আরিফ আদনান।
এসময় উপজেলার ১৫টি নিবন্ধিত এতিমখানা কর্তৃপক্ষের হাতে চেক গুলি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সমাজ সেবার ফিল্ড সুপার ভাইজার রেজাউল করিম শাহ্ সহ বিভিন্ন এতিমখানার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শিক্ষকবৃন্দ। নওগাঁ। আরও পড়ুন: নওগাঁ পল্লী বিদ্যুৎ গ্রাহক কল্যাণ সমিতির কমিটি গঠন  
মুন টাইমস নিউজের এর সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন