সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ-১ সহ সারা দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারীরা রবিবার সকাল ৯ ঘটিকা থেকে সদর দপ্তরের সামনে ব্যানার টানিয়ে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতিতে চলে গেছেন।
পল্লী বিদ্যুতের এক বিজ্ঞপ্তি তে জানানো হয় যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি এর মধ্যকার বৈষম্য দূরীকরণ সহ
অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের দাবীতে তারা সারা দেশের প্রতিটি পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের সামনে এ কর্ম বিরতি পালন করছেন।
দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা এবং কর্মচারীরা। এসব বৈষম্যের বিষয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
সম্প্রতি এ বিষয়ে স্মারকলিপি দেওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির ছয়জন সহকারী মহা ব্যবস্থাপক কে সাময়িক বরখাস্ত করাসহ আইনের দোহাই দিয়ে শাস্তি দেওয়া হয়েছে।'
এতে কর্মকর্তা ও কর্মচারী ক্ষুব্ধ হয়। তবে আজ থেকে আন্দোলনে গেলেও জরুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি উপকেন্দ্রে একজন করে স্থায়ী জনবল কাজ করছে বলে তারা জানান।
সেই সাথে প্রতিটি পল্লীবিদ্যুৎতের সকল সদর দপ্তর কার্যালয়, জোনাল অফিস ও সাব-জোনাল অফিসের গ্রাহক পর্যায়ের
সকল সেবা প্রদান আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: তাড়াশে পর্ণগ্রাফী তৈরির অভিযোগে এক যুবক গ্রেপ্তার
মুন টাইমস নিউজের এর সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মতামত