বগুড়া আদমদীঘির সান্তাহারে একটি দোকানের সামনে থেকে আব্দুস সাত্তার শিকদার (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুস সাত্তার শিকদার দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার দাদপুর গ্রামের মৃত জালাল শিকদারের ছেলে।
গতকাল রোববার (৫ মে) সান্তাহার ঘোড়াঘাট একটি ফুলের দোকানের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, গত শনিবার (৪ মে) রাতে পৌরসভার ঘোড়াঘাট এলাকায় জনৈক সাকিন সংগ্রামের ফুলের দোকানের সামনে বৃদ্ধ আব্দুস ছাত্তার শিকদার ঘুমিয়ে পড়েন।
পরদিন রোববার সকালে স্থানীয় লোকজন তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশটি করেন। বার্ধক্য জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে। মৃত ব্যক্তির পরিবারকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে আসেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: হয়রানি মূলক মামলার প্রতিবাদে বগুড়ায় ঔষধ ব্যবসায়ীদের প্রতীকি ধর্মঘট পালন
মুন টাইমস নিউজের এর সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মতামত