সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের যুব স্বেচ্ছাসেবী সংগঠন, আটুলিয়া ইউনিয়ন রক্তদান সংস্থার উদ্যোগে আজ রবিবার (১৬ মার্চ) অসহায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়।
যদি রাস্তায় বসে অসহায় ক্ষুধায় কাঁদে, তবে হাশরের মাঠে এই বিলাসিতার কি হিসাব দিবে?—এই স্লোগানকে সামনে রেখে ১৫ রমজানে আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রায় ২০০ থেকে ২৫০ জন অসহায় মানুষকে ইফতার সামগ্রী প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন আটুলিয়া ইউনিয়ন রক্তদান সংস্থার সভাপতি আল মাদানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক মাওলানা আব্দুল হামিদ, আটুলিয়া ইউনিয়ন জামায়েত ইসলামী শাখার আমির মাওলানা মাহবুবুর রহমান, এবং হেঞ্চি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ হাবিবুল্লাহ বাশারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ইসলাম সবসময় ভ্রাতৃত্বের শিক্ষা দেয় এবং অসহায় মানুষের সেবায় এগিয়ে আসা ইসলামের অন্যতম ইবাদত। গত কয়েক বছর ধরে আটুলিয়া ইউনিয়ন রক্তদান সংস্থা সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষদের সহায়তা করে আসছে এবং তাদের এই ধারাবাহিকতা বজায় রেখে আজকের এ উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় বক্তারা আরও বলেন, আমরা যদি প্রতিদিন এক অসহায় মানুষকেও সাহায্য করি, ইনশাআল্লাহ একদিন এই দেশে কোনো অসহায় দরিদ্র মানুষ থাকবে না। ক্ষুধার্তদের খাবার দেওয়া পুণ্যের কাজ এবং মানবিকতার পরিচয়।
আয়োজনটি শেষে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
মতামত