নরসিংদীতে ১২০ কেজি গাঁজা এবং ১৩০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১০ মার্চ) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।
এর আগে রবিবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা মাহমুদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সোয়াবই পূর্বপাড়া এলাকার আবু তাহেরের ছেলে শফিকুল ইসলাম (৩৫) এবং একই থানার গন্ধবপুর এলাকার শহনুর রহমানের ছেলে মসিউর আলম (২২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদীর উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে একটি পিকআপ আসছে। পরে ভৈরব-রায়পুরা ব্রিজ সংলগ্ন মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসানো হয়।
রাত সাড়ে ১২টার দিকে ভৈরবের দিক থেকে মুরগির খাদ্যের বস্তা বোঝাই একটি কালো রঙের ডিআই পিকআপ চেকপোস্টের কাছে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত উল্টোদিকে ফিরে পালানোর চেষ্টা করে। তবে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পিকআপটি আটক করে এবং তল্লাশি চালিয়ে খাদ্যের বস্তার নিচ থেকে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ ঘটনায় আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক পাচারের মূল হোতাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মতামত