সিরাজগঞ্জের তাড়াশে এক কিশোরীর (২১) পর্ণগ্রাফি ছবি ধারণ করে চাঁদা দাবির ঘটনায় আকাশ আহমেদ (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ মে) ঢাকা আশুলিয়া থেকে রাত ১টার দিকে আটক করেন পুলিশ । আজ (৫মে) দুপুরে ছবি ধারণকারী আকাশ আহমেদকে পর্ণগ্রাফী আইনে মামলায় কারাগারে পাঠিয়েছে সিরাজগঞ্জের আদালতের বিচারক।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে আকাশ আহমেদসহ আরও দুজনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে থানায় পর্ণগ্রাফী আইনে একটি মামলা করেন।
ছবি ধারণকারী যুবক আকাশ আহমেদকে অহিদ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে জানান পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: প্রাথমিক স্কুলের জমি দখল ও গাছ কাটার অভিযোগ
মুন টাইমস নিউজের এর সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মতামত