দেশব্যাপী নারী নিপীড়ন, সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হয়রানি ও আইনশৃঙ্খলার অবনতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে ভোলার ব্যাংকের হাট কো-অপারেটিভ ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনায় সোমবার (১০ মার্চ) দুপুরে কলেজ ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যাংকের হাট কো-অপারেটিভ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি প্রত্যাশি মো. মামুন হাওলাদার।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, নারী ছাত্রদলের সদস্যরা এবং হাসনাইন আহমেদ বুলবুলসহ অন্যান্য নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও নারীরা নিপীড়নের শিকার হচ্ছেন, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা আইনের ফাঁকফোকর গলে মুক্তি পেয়ে যায়। তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় মানববন্ধনে কলেজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। তারা নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
মতামত