সারাদেশ

শ্যামনগরে ভাঙা ব্রিজে ঝুঁকি, সংস্কারের দাবিতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ

শ্যামনগরে ভাঙা ব্রিজে ঝুঁকি, সংস্কারের দাবিতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ

প্রকাশিত : ৯ মার্চ ২০২৫, রাত ১০:২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষ্মী মহিলা মাদ্রাসা সংলগ্ন ব্রিজটি গত কয়েক বছর আগে ভেঙে পড়ে। এর ফলে আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষ্মী এলাকার খালে দুই পাড়ের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই ব্রিজটি দীর্ঘদিন ধরে এমন অবস্থায় পড়ে থাকায় পথচারী, কোমলমতি ছাত্র-ছাত্রী, এবং ছোট যানবাহন চলাচলে ভীষণ অসুবিধা হচ্ছে। ব্রিজটির ওপর দিয়ে চলাচল করতে গিয়ে তাদেরকে ঝুঁকি নিতে হচ্ছে। তবে দুঃখজনক বিষয় হলো, ব্রিজটি পুনঃনির্মাণ বা সংস্কারের জন্য কোনো জন প্রতিনিধি এগিয়ে আসেননি।

স্থানীয় বাসিন্দারা বলেন, ব্রিজটি ভেঙে পড়ার পর, বিশেষত পশ্চিম বিড়ালক্ষ্মী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা ২ থেকে ৩ কিলোমিটার ঘুরে এসে ঝুঁকি নিয়ে স্কুলে আসে। এই সমস্যা নিয়ে আমরা এলাকার জন প্রতিনিধিদের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু তাদের কাছ থেকে কোনো আশ্বাস মেলেনি।

এলাকার জনসাধারণ দাবি করছেন, ব্রিজটি দ্রুত সংস্কার করা হলে শিক্ষার্থীদের যাতায়াতসহ এলাকার মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। তারা আশা করছেন, শীঘ্রই এটি সংস্কার করে এলাকার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা হবে।