অপরাধ

ভোলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩

ভোলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশিত : ৮ মার্চ ২০২৫, রাত ৯:০০

ভোলায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় র‍্যাব-৮ তিন আসামিকে গ্রেফতার করেছে। 

শুক্রবার (৮ মার্চ) মধ্যরাতে সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- চরনোয়াবাদ এলাকার মো. কালিমুল্লাহ, হাবিবউল্লাহ খোকন ও শাকিল আহমেদ। এর মধ্যে কালিমুল্লাহ ও হাবিবউল্লাহ খোকন আপন ভাই এবং ওই এলাকার মৃত ছাদেকের ছেলে। অপরজন ভোলা শহরের গাজিপুর রোডের বাসিন্দা।

এছাড়া, গত মঙ্গলবার (৪ মার্চ) সকালে ভোলা শহরের শীশমহল হোটেলের সামনে সংবাদ সংগ্রহের সময় স্থানীয় দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব এবং ভোরের আলো পত্রিকার ভোলা প্রতিনিধি বিজয় বাইনের ওপর হামলা চালায় ২০ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী দল। হামলার পর বিজয় বাইনের পক্ষ থেকে ভোলা সদর মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ করে এবং ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়।

র‍্যাব জানায়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি হাবিবউল্লাহ খোকন ও ৩ নম্বর আসামি শাকিলকে গ্রেফতার করা হয়। পরে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে ১ নম্বর আসামি কালিমুল্লাহকে গ্রেফতার করা হয়।