কিছুদিন যাবৎ চলছে তীব্র গরম। সাথে লোডশেডিং এর পরিমাণ অতিরিক্ত। ছিল না কোন প্রকার বৃষ্টি। গরম, লোডশেডিং আর অনাবৃষ্টির কারণে জনজীবনে এক চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছিল।
সারাদেশে বিভিন্ন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা দিনের বেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পৌচাচ্ছিল। তীব্র গরমের কারণে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। সরকারি বেসরকারি অফিস আদালত খোলা থাকলেও গরমের কারণে কাজকর্ম ধীরগতিতে চলছিল।
সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য দোয়া করে বৃষ্টির নামাজ আদায় করা হচ্ছিল। এই গরমে বৃষ্টির জন্য সকলে হাহাকার করলেও বৃষ্টি হচ্ছিল না। গত ২রা মে কক্সবাজার ও আশেপাশের এলাকায় কিছুটা বৃষ্টি হয়েছে। ৩রা মে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও বৃষ্টির দেখা মেলেনি রাজধানীর অদূরে থাকা গাজীপুর জেলায়।
অবশেষে গতকাল ৪ঠা মে তারিখ মধ্যরাতে গাজীপুর জেলার শ্রীপুর, রাজেন্দ্রপুর, গাজীপুর সদরসহ বিভিন্ন স্থানে রহমতের বৃষ্টি বর্ষিত হয়েছে আলহামদুলিল্লাহ। বৃষ্টির কারণে গাজীপুরের তাপমাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে। জনজীবনে ফিরে এসেছে অনেকটা স্বস্তি। বৃষ্টির কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছে গাজীপুর জেলার মানুষ।
আজ ৫ই মে সকাল ১০ঃ৩৫ এ গাজীপুর জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা অন্যান্য দিনে তুলনায় কিছুটা কম।
তীব্র এই গরমে সারাদেশে রহমতের বৃষ্টি হবে এই কামনা করছে গাজীপুর সহ সারা দেশের জনগণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করে বাংলাদেশকে ঠান্ডা করে দেবে, এই আশা সকলের মনে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে সড়কে ঝরল একই পরিবারের ৩ প্রাণ
মুন টাইমস নিউজের এর সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মতামত