সারাদেশ

সিংড়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত

সিংড়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, সন্ধ্যা ৬:৪১

নাটোরের সিংড়ায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিবাহ,কৈশোরে গর্ভধারণ,কিশোর কিশোরীদের স্বাস্থ্য,পুষ্টি, নিরাপদ স্বাস্থ্য, নবজাতকের যত্ন ও জেন্ডার বিষয়ে জনপ্রতিনিধি,বিভিন্ন পেশাজীবি, যুবসংগঠন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিংড়া নাটোরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এটি অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা নাটোর এর উপ-পরিচালক মোছাঃ মাহফুজা খানমের সভাপতিত্বে স্বাস্থ্য সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগ এর পরিচালক জনাব এনামুল হক, এছাড়াও সংশ্লিষ্ট স্বাস্থ্য বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামরুল হাসান,উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হা-মীম তাবাসসুম প্রভা,পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক জনাব আব্দুর রউফ মল্লিক, সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব এ,এস,এম আলমাস, ৯নং তাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা সহ স্থানীয় অতিথিবৃন্দ।