পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন জ্বলছে। শনিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে এ আগুনের সুত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস ২টি ইউনিট, স্থানীয় ব্যাক্তিরা ও বনরক্ষীরা আগুন নিভানোর চেষ্টা করলেও রাত হওয়ায় ও জনবল সংকট ও দূর্গম এলাকা হওয়ায় আগুন নিভানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোঃ নুরুল কবির।
বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আগুন জ্বলছে এমন খবর জেলেরা বনভিাগকে অবহিত করলে বনরক্ষীরা স্থানীয় জনতার সহযোগীতায় আগুন নিভানোর চেষ্টা করে। পরে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাদের সাথে যুক্ত হয়। একটি সুত্র থেকে জানা গেছে প্রায় ৮ একর এলাকা জুড়ে আগুন জ্বলছে।
কিন্তু প্রচন্ড দাপদাহ ও বৃষ্টি না থাকার কারনে সুন্দরবনের লতা পাতা গুল্ম শুকিয়ে যাওয়ায় আগুন দ্রæত ছড়িয়ে পাড়েছে। ৫মে সকালে আবারও আগুন নিভানোর কাজ শুরু হবে বলে বন কর্মকর্তা জানান। নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে ও বাওয়ালী জানায়, মৌয়াল অথবা বাওয়ালীদের বিড়ির আগুন থেকে এ আগুন লাগতে পারে।
পূর্ব সুন্দরবনের ডিএফও কাজী নুরুল কবির জানান, জনবল সংকট এবং রাত হয়ে যাওয়ায় আগুন নিভানো সম্ভব হয়নি। তিনি আরও জানান ইতোমধ্যে অগ্নিকান্ডের ঘটনা তদন্তে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেবকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে আগুন বিভাবে লেগেছে এ বিষয় তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আরও পড়ুন: শুরু হয়নি নির্বাপনের কাজ, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
মুন টাইমস নিউজের এর সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মতামত