সারাদেশ

জাতীয় শিক্ষা সপ্তাহে দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের

জাতীয় শিক্ষা সপ্তাহে দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৪ মে ২০২৪, রাত ১১:২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছে। এছাড়া বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছে অত্র বিদ্যালয় থেকে। ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এসব শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি।
শিক্ষা প্রশাসনের বাছাই কমিটির ঘোষণা অনুযায়ী শাহজাদপুর উপজেলার তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ পারভেজ আক্তার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং একই সঙ্গে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ আশিকুর রাহমান শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ আক্তার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (৫ম বার) নির্বাচিত হয়েছে। সহকারী শিক্ষক (ইংরেজি) আশিকুর রাহমান তিনিও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন (৫ম বার)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ আক্তার বলেন, ‘আজকের এ সাফল্যে আমি অনেক আনন্দিত। আমি আমার বিদ্যালয়কে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য আমাকে আনন্দিত করে। বিদ্যালয়ের শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটিসেও অনেক ভালো করছে। খেলাধুলায় বিভিন্ন ইভেন্টে প্রতিবছর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে জেলা পর্যায়ে এমনকি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে বিভাগীয় পর্যায়েও খেলছে। স্কাউটিংয়েও অনেক ভালো করছে। প্রতি বছর বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট’স স্কাউট পদক অর্জন করছে। তিনি আরও বলেন, “আমার এ প্রাপ্তি আমার ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক শিক্ষার্থী, কর্মচারীর। সকলের সহযোগিতার ফসল এ প্রাপ্তি। আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যগণ সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিশেষ করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মুকুল আজাদ মহোদয় শিক্ষা বান্ধব হওয়ায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছেন।’ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইং‌রে‌জি) ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আশিকুর রাহমান বলেন, আমি আজকের এ সাফল্যে অনেক আনন্দিত। আমার প্রতিষ্ঠান প্রধান পারভেজ আক্তার স্যার উৎসাহ ও উদ্দীপনায় আজকের এ সাফল্য। তিনি আমাকে সবসময় দিক নির্দেশনা প্রদান করেন। আমি আমার শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ওপর গুরুত্বারোপ করি। আরও পড়ুন: সিরাজগঞ্জ গরমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা  
মুন টাইমস নিউজের এর সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন