কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত দরবারপুর এলাকায় সরকারি অনুমতি ছাড়াই বিল থেকে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মাটিভর্তি একটি ট্রাক আটক করে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন।
গ্রামবাসীর অভিযোগ, দরবারপুর ও পার্শ্ববর্তী এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি কৌয়া বিল থেকে অবৈধভাবে মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করছেন। এতে পাঁচটি গ্রামের প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধুলোবালির কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বাধা দিলেও অভিযুক্তরা হুমকি দিচ্ছেন এবং মামলার ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এ প্রসঙ্গে চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার আলী বলেন, আমি রাজনৈতিক ও প্রভাবশালীদের চাপের মুখেও মাটি কাটার অনুমতি দেইনি।
এদিকে, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ মিয়া জানিয়েছেন, আমি মাটির ট্রাক আটক ও এলাকাবাসীর অভিযোগের বিষয়ে পুলিশ পাঠিয়েছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে অবৈধ মাটি কাটা ও পরিবহন বন্ধ করা হোক, যাতে গ্রামবাসীর দুর্ভোগ কমে।
মতামত