সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচির প্রস্তুতি সম্পূর্ণ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচির প্রস্তুতি সম্পূর্ণ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:২৭

“জাগো বাহে তিস্তা বাঁচাই” স্লোগানকে সামনে রেখে, তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তার তীরবর্তী ১১টি পয়েন্টে ২ দিনব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হবে।

কাউনিয়া তিস্তা রেলপয়েন্ট সেতু এবং সড়ক সেতুর কর্মসূচির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান কাউনিয়া উপজেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা।

এদিকে, কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ, লিফলেট বিতরণ, পদযাত্রা, মাইকিং, ব্যানার ও ফেস্টুনসহ নানা প্রচারণামূলক কার্যক্রম চলছিল।

তিস্তা নদীর বর্তমান অবস্থা একদিকে বর্ষাকালে ভয়াবহ বন্যা ও নদীভাঙন, অন্যদিকে শুষ্ক মৌসুমে পানি সংকট। তিস্তা নদী আজ প্রায় ১১৫ কিলোমিটার বালুচরে পরিণত হয়েছে। ভারতের একতরফা নদী শাসননীতির কারণে তিস্তা নদী আজ তার ঐতিহ্য হারিয়ে মরতে বসেছে। তিস্তা নদীর পাড়ে এখন আর মাঝিমাল্লা বা জেলেদের হাঁকডাক শোনা যায় না এবং তিস্তা ব্যারাজ প্রায় অকেজো হয়ে পড়েছে।

বর্ষা মৌসুমে তিস্তা ব্যারাজের জলকপাট খুলে দিলে, আশপাশের বাসিন্দাদের পানিবন্দি হয়ে পড়তে হয় এবং নদী ভাঙনে অনেকেই বসতভিটা হারান। শুকনো মৌসুমে তিস্তা নদী এখন বালুর স্তূপে পরিণত হয়েছে।

এ পরিস্থিতিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলন সংগঠনের প্রধান সমন্বয়ক, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু দুই দিনের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।

অবস্থান কর্মসূচির শেষ দিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করবেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমানও বক্তব্য প্রদান করবেন বলে জানা গেছে।