দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক-প্রকাশক ফারুক আলম তালুকদারের মৃত্যুতে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে বক্তারা ফারুক আলম তালুকদারের সাংবাদিকতা জীবনের নানা দিক তুলে ধরেন।
তারা জানান, ফ্যাসিস্ট সরকারের সময়ে ডিএফপি থেকে কাদতে কাদতে বের হতে হয়েছিল তাকে, এবং সেই সময়কার দালালদের কারণে দৈনিক আলোর জগতের পত্রিকার মিডিয়া বাতিল হয়ে যাওয়ায় তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন। বক্তারা আরও বলেন, তার জীবনের নানা দুঃখ-কষ্টের মধ্যে দিয়েই তিনি সংবাদপত্র শিল্পে অবিস্মরণীয় অবদান রেখেছেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সহিদুল ইসলাম বলেন, চলমান গণমাধ্যম সংস্কারে এ ধরনের বৈষম্য দূর করা হবে, এবং সাংবাদিকদের জন্য সুখময় পেশাদারিত্বের দিন আসবে।
বক্তারা আরও বলেন, ফারুক আলম তালুকদার ছিলেন সাংবাদিকতার জীবনে এক অমূল্য রত্ন, এবং তার হাত ধরে বহু সাংবাদিক তাদের পেশায় পদার্পণ করেছেন। তার অবদান চিরকাল স্মরণীয় থাকবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সিনিয়র অনুসন্ধানী প্রতিবেদক সাঈদুর রহমান রিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, বিএফইউজের সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক নেতা দৈনিক সমকাল পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক আছাদুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা মো. আবুল বাসার মজুমদার, দৈনিক রূপবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ, দৈনিক একুশে বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফ সরকার, ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান মো. মাহবুবুল ইসলাম, দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ মাসুদ, সাবেক প্যারা কমান্ডো সেনা কর্মকর্তা মো: মাহবুবুর রহমান ভূঞা, বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের সাধারণ সম্পাদক মো: ইউনুস সোহাগ, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, দৈনিক একুশের বাণী পত্রিকার প্রধান সম্পাদক আনিসুর রহমান প্রধান।
দৈনিক আলোর জগত পত্রিকার প্রধান সম্পাদক তুহিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা সম্পাদক সরকার জামাল।
অনুষ্ঠানের শুরুতে দৈনিক আলোর জগত পত্রিকার নির্বাহী সম্পাদক এইচ এম এরশাদ পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন।
মতামত