ছবি : মুন টাইমস নিউজ
নীলফামারীর ডোমারে শিশুপার্ক স্থাপনের দাবিতে একটি মানববন্ধন ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার (১৬ই ফেব্রুয়ারী) সকালে রেলগেটে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এই কর্মসূচির সভাপতিত্ব করেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং এনটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক ইয়াছিন মোহাম্মদ সিথুন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ডোমার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফফর আলী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (সোহাগ), পৌর জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়ক হাসানুর আলম রিমুন, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মজিদুল ইসলাম, পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক রাহিমুজ্জামান রুপক, ডোমার বালিকা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষিকা আফসানা ইয়াসমিন আশা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-সদস্য সচিব রবিন হাসান, সদস্য অর্নব আহমেদ আলিফ প্রমুখ।
এতে ডোমারের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা ডোমারে একটি শিশুপার্ক স্থাপনের দাবি জানান, যাতে এলাকার শিশুরা আরও ভালভাবে তাদের সময় কাটাতে পারে।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম মুন টাইমস নিউজকে জানান, ডোমারে শিশুপার্ক স্থাপনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। রবিবার বিকালে ডোমার পৌর ভবনে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মতামত