শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নাচ-গানে বসন্ত উৎসব উদযাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নাচ-গানে বসন্ত উৎসব উদযাপন

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:২৭

নাচ, গান, কবিতা পাঠ ও নাটকের মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগ। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীরা বসন্তকে বরণ করে নেন। চিত্র প্রদর্শনী, হাতে আলতা ও মেহেদি পরিয়ে উৎসবের আমেজ আরও রঙিন করে তোলেন তারা।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ এবং চারুকলা বিভাগের সভাপতি ড. কামরুল হাসান। আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক প্রভাষক রায়হান উদ্দিন, ইমতিয়াজ রাসেল, রফিকুল ইসলাম ও তানিয়া আফরোজ।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, চারুকলা একটি শিল্প। শিল্পের কাজ হৃদয়কে রঙিন করা। শিল্পীরা সবসময় বসন্তের আনন্দের মধ্য দিয়ে যায়। আমাদের হৃদয়ও শিল্পীদের হৃদয়ের মতো সুশোভিত হোক—এই প্রত্যাশা করি।