নারীদের নিয়ে গর্ব, দেশ সুন্দর হবে বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে ‘অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা’র প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সংস্থাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের জন্য সেবামূলক কাজ করে আসছে ‘অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা’। নারী উন্নয়ন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সংস্থাটির সক্রিয় ভূমিকা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাত জাহান বনি, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজের প্রতিনিধি। বিশেষ অতিথি ছিলেন শীছ খান শাওন, অফিসার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) ব্ল্যাক।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভানেত্রী ইসরাত জাহান সুমাইয়া, সাধারণ সম্পাদিকা সারমিন আক্তার লিমা, সহ-সাধারণ সম্পাদিকা সাহারা আক্তার ইকরা, কোষাধ্যক্ষ লাবনী বেগম, অর্থ বিষয়ক সম্পাদিকা ঝুমুর বেগম, দপ্তর সম্পাদিকা জান্নাত বেগম, প্রচার সম্পাদিকা বর্ষা এবং নির্বাহী সদস্য সুমাইয়া আক্তার, নিপু আক্তার ও সিমা আক্তার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা’র সভানেত্রী ফারজানা আক্তার মিম।
তিনি বলেন, সংস্থাটি দেশের অসহায় ও পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করবে। তাদের জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে। বক্তারা সংস্থাটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং নারী উন্নয়নের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেন।
মতামত