নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণতান্ত্রিক পথচলাকে সুগম করা এবং রাষ্ট্রে বিদ্যমান ফ্যাসিবাদ প্রতিরোধসহ বিভিন্ন জনদাবির ভিত্তিতে আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সমাবেশের সার্বিক সফলতা কামনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী সাইদুর রহমান সাঈদ সোহরাব। তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন রাজপথের লড়াকু নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহসীন হলের সাবেক নির্বাচিত জিএস হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মতামত