বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর (১৫ জানুয়ারি ২০২৫ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত) মাসব্যাপী সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমের অংশ হিসেবে সিলেট বিভাগের ৪ টি জেলার সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) রাতে কাতার রাজধানীর দোহার আমান উল্লাহ রেষ্টুরেন্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম।
সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সংগ্রহ উপ-পরিষদের সমন্বয়কারী নোমান ইউসুফ,সংস্থার যুগ্ম সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ।
নতুন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুব আলম,মোহাম্মদ রমজান মিয়া,মোহাম্মদ মাফিকুল ইসলাম,মোহাম্মদ তৌহিদ মিয়া,খায়রুল আহমদ,মোহাম্মদ রাসেল খান,তানভির আহমেদ ও আল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,কাতারে সিলেট বিভাগের অসংখ্য প্রবাসী বাংলাদেশী বসবাস করে।তাদের মধ্যে যারা মানবিক কার্যক্রমে আগ্রহী তাদের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি করে
সংগঠনে যুক্ত করার মাধ্যমে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের কার্যক্রমকে আরো শক্তিশালী ও গতিশীল করতে আগামীতে সিলেট জেলার প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এবং কাতারে অবস্থানরত সিলেট বিভাগের প্রবাসীদের যেকোনো সমস্যা-সংকট সুরাহা করতে এগিয়ে আসবে "বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার"।
শেষে অনুষ্ঠানে আগত অতিথিদের নৈশভোজের মাধ্যমে আপ্যায়ন করা হয়।নতুন সদস্যদের মাঝে "সদস্য সংগ্রহ ফরম" বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
মতামত