সারাদেশ

নাটোরের সিংড়ায় সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

নাটোরের সিংড়ায় সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৩:৩৯ আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৪:৫৭

নাটোরের সিংড়ায় জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।

সিংড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কদমকুড়ি মাঠের একটি জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাত ৯টার দিকে বিরোধপূর্ণ জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হলে কমদকুড়ি গ্রামের মান্নানের ছেলে মো. ফরিদ, আবুল হোসেনের ছেলে ইব্রাহিম, আব্দুর রাজ্জাকের ছেলে মো. মাসুদ রানাসহ অন্তত ১৫ জন আহত হন।

আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত ইব্রাহিম অভিযোগ করেন, আমাদের এলাকার বিএনপিকর্মী মানিক, রতন, রহিদুলসহ কয়েকজন আমাদের পৈতৃক জমি দখল করতে চায়। আমরা বাধা দিলে তারা হুমকি দেয়। শনিবার সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে তারা আমাদের ওপর হামলা চালায় এবং গুলি ছোড়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, সেচ দেওয়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযুক্তরা পলাতক রয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।