সারাদেশ

কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:৪৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তালাবদ্ধ ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় আইরিন (৫) নামে এক শিশু পুড়ে মারা গেছে। এ ঘটনায় বাড়ির চারটি ঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আইরিন ওই গ্রামের আলামিনের মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, পরিবারের সদস্যরা পাশের এলাকায় ওয়াজ মাহফিলে গেলে শিশুটি একা ঘুমিয়ে ছিল। বাড়ি ফাঁকা থাকায় বাইরে থেকে তালা লাগিয়ে যান স্বজনরা। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে দমকলকর্মীরা পৌঁছানোর আগেই আগুনে বাড়ির চারটি ঘর ও রান্নাঘর পুড়ে যায়। তালাবদ্ধ ঘর থেকে বের হতে না পারায় আইরিন পুড়ে মারা যায়। পরে তার লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।