সারাদেশ

রক্তদানে আমাদের করিমগঞ্জের পরিচিতি সভা অনুষ্ঠিত

রক্তদানে আমাদের করিমগঞ্জের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:৪৪

“মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে” – এই স্লোগানকে সামনে রেখে রক্তদানে আমাদের করিমগঞ্জ-এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় করিমগঞ্জ সরকারি কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান, আর সঞ্চালনায় ছিলেন আল মুবিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-উপদেষ্টা ও সাংবাদিক মোঃ সাদেক আহম্মদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কার্যনির্বাহী উপদেষ্টা প্রভাষক জহিরুল ইসলাম জীবন।

সভায় রক্তদানে আমাদের করিমগঞ্জ-এর প্রধান পরিচালক জনাবা ফারিয়া হোসেন মীম এবং সাধারণ সম্পাদক মোঃ মোবারক সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বক্তারা রক্তদান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুন্নেসা, সহ-প্রচার সম্পাদক জান্নাত ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাঈম, ক্রীড়া বিষয়ক সম্পাদক হোসাইন আহমেদ রাফসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক কেফায়েতুল্লাহ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক লাবণ্য আক্তার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনির, রক্তদান বিষয়ক সম্পাদক ফাইজুল করিম এবং কার্যনির্বাহী সদস্য মুজিবুর রহমান।