সারাদেশ

দৈনিক ভোলা টাইমসের যুগপূর্তি উদযাপিত

দৈনিক ভোলা টাইমসের যুগপূর্তি উদযাপিত

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:৪৩

ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলা টাইমস পত্রিকার ১২ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার, জেলা জাতীয় পার্টি (বিজেপি) সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ভোলা জেলা সভাপতি ওবায়েদ বিন মেস্তফা, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাচনাইন পারভেজ, সিনিয়র সাংবাদিক মোবাশ্বের উল্লাহ চৌধুরী, আহাদ চৌধুরী তুহিন ও মোকাম্মেল হক মিলন।

এছাড়াও উপস্থিত ছিলেন রূপালী বাংলাদেশ-এর ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক শিমুল চৌধুরী, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইউনুছ শরীফ, ভোলা নিউজ ডটকমের সম্পাদক ও দৈনিক ভোলা টাইমস-এর অনলাইন সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা রিমি সরদার এবং সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার সভাপতি আবদুস শহিদ তালুকদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা জানান দৈনিক ভোলা টাইমস-এর প্রধান সম্পাদক মোঃ আলী জিন্নাহ রাজিব এবং ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ হেলাল গোলদার। শুভেচ্ছা বক্তব্যে মোঃ হেলাল গোলদার বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকার ব্যক্ত করেন, আর প্রধান সম্পাদক মোঃ আলী জিন্নাহ রাজিব অতিথিদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মশিউর রহমান পিংকু। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ভোলা একটি সম্ভাবনাময় জেলা, যেখানে প্রাকৃতিক সম্পদ ও পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। এসব সম্পদকে কাজে লাগিয়ে ভোলাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এছাড়া, আলোচনায় সাংবাদিকদের নিরাপত্তা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের গুরুত্ব, ভোলা শহর রক্ষা বাঁধ, ভোলা খাল দখল ও দূষণ রোধ, যানজট নিরসন, জলদস্যু দমনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ভোলা টাইমস-এর সম্পাদক সাকেরা শারমিন, উপদেষ্টা মোঃ সামসুদ্দিন, আইন উপদেষ্টা অ্যাডভোকেট ফয়সাল, যুগ্ম সম্পাদক তুহিন খন্দকার, ব্যবস্থাপনা সম্পাদক এসিডি অর্জুন, নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম রিয়াজ, সিনিয়র রিপোর্টার রাজু, তারেক, স্টাফ রিপোর্টার নিরব হোসেন, আবুল কালাম আজাদ, বাবুল রানা, হালিম খানসহ ভোলা টাইমস পরিবারের অন্যান্য সদস্যরা।