সারাদেশ

গাইবান্ধার উন্নয়নে সমস্যা ও সমাধান নিয়ে সেমিনার অনুষ্ঠিত

গাইবান্ধার উন্নয়নে সমস্যা ও সমাধান নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:১২

গাইবান্ধার সামগ্রিক উন্নয়নে সমস্যা চিহ্নিতকরণ, সমাধান ও করণীয় শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা শহরের জেলা পরিষদ মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গাইবান্ধা জেলা শাখার যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, ছাত্র সংগঠনের নেতা, সমাজসেবক, শ্রমিক ও দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সেমিনারের শুরুতে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সাদুল্লাপুরের কৃতী সন্তান নাজমুল হাসান সোহাগ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সেমিনারে আলোচনায় অংশ নেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ফিহাদুর রহমান দিবস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মাসুদ মিয়া, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আকাশ, শাকিল শেখ, সদস্য সচিব বায়েজীদ বোস্তামী জ্বীম, যুগ্ম সদস্য সচিব রিজন মন্ডল, জাতীয় নাগরিক কমিটি গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য রাশেদুল ইসলাম জুয়েল, মোহাম্মদ ফিদা হাসান, আবুল বাসার, সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য এ আর আতিক, কলেজ শিক্ষক সৌরভ হাসান ও সমাজসেবক মনিরুজ্জামান সবুজসহ আরও অনেকে।

সেমিনারে আলোচকরা গাইবান্ধার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা ও সমাধান তুলে ধরেন। তারা উল্লেখ করেন, গাইবান্ধা জেনারেল হাসপাতালে শয্যা সংকট নিরসনের জন্য ২৫০ শয্যার জনবল অনুমোদন জরুরি। এছাড়া, জেলার অর্থনৈতিক উন্নয়নের জন্য ইপিজেড স্থাপন এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ নিশ্চিত করা প্রয়োজন।

গাইবান্ধা-পলাশবাড়ী সড়ককে চার লেনে উন্নীত করার পাশাপাশি ফুলছড়ির বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ নৌরুটে যমুনা-ব্রহ্মপুত্র নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি তোলেন তারা। এছাড়াও, গাইবান্ধা থেকে ঢাকা পর্যন্ত ডাবল লাইন রেলপথ স্থাপন, বন্যায় ক্ষতি কমাতে জেলার সকল নদী ও খালের দুই পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে সিসি ব্লক স্থাপন এবং কৃষিপণ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

স্বাস্থ্যসেবার উন্নয়নে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের ধাপেরহাটে একটি ট্রমা হাসপাতাল স্থাপন, গাইবান্ধা জেলা শহর থেকে সাদুল্লাপুর হয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ, শিল্প-কলকারখানা এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়। একইসঙ্গে, দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনকে ভেঙে পৃথক চারটি সংসদীয় আসন ঘোষণার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।