শিক্ষাঙ্গন

পবিত্র শবেবরাত উপলক্ষে ইবিতে আলোচনা সভা ও ইফতার আয়োজন

পবিত্র শবেবরাত উপলক্ষে ইবিতে আলোচনা সভা ও ইফতার আয়োজন

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:১০

পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভা ও বিশেষ ইফতারের আয়োজন করেছে ‘ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দারুন্নাজাত’। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

বাদ আসর অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনটির সেক্রেটারি নিয়াজ মাখদুমের সঞ্চালনায় শবেবরাতের মাহাত্ম্য নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দিন আযহারী, আরিফ আহমদ সালামান ও শহীদ কাউসার। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রাশেদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে শাখা ছাত্রদল, শাখা ছাত্রশিবির, ছারছীনা দারুচ্ছুন্নাত অ্যাসোসিয়েশন, আইইউসানস, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ও জমিয়তে তলাবায়ে আরাবিয়ার সদস্যরা উল্লেখযোগ্য। এছাড়াও সংগঠনের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান, আবু বকর, দপ্তর সম্পাদক রাইসুল, প্রচার সম্পাদক মাহদী ও সালমানসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দিন খান মুসলমানদের তাকওয়া, তাওহীদ ও কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, ‘দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা’ থেকে আগত শতাধিক শিক্ষার্থীর সমন্বয়ে সংগঠনটি গঠিত। সংগঠনটি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী সংস্কৃতির বিকাশ, শিক্ষার্থীদের অধিকার আদায়সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে।