নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে মধ্যরাতে ইউনিয়ন বিএনপির এক নেতাসহ তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লালপুর থানার সামনে বিক্ষোভ ও ত্রিমোহনী এলাকায় ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা মো. মতিউর রহমানের কাছ থেকে বিএনপি নেতা খোকন খাঁ ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি।
পরে চাঁদার টাকা গ্রহণের ভিডিও ফুটেজের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে লালপুর থানায় হস্তান্তর করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—লালপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন খাঁ এবং তার দুই ছেলে ছাত্রদল কর্মী অনিক খাঁ ও ফিরোজ খাঁ।
গ্রেপ্তারকৃতদের পরিবারের দাবি, সেনাবাহিনী বাড়িতে অভিযান চালিয়ে তাদের মারধর করে গ্রেপ্তার করেছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, মারধরের কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা প্রথমে থানার সামনে বিক্ষোভ করে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা ত্রিমোহনী এলাকায় মহাসড়ক অবরোধ করে। স্থানীয় বিএনপি নেতাদের আশ্বাসের পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
লালপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব হারুন রশীদ পাপ্পু বলেন, একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত মুক্তির দাবি জানিয়েছি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী খোকন খাঁ ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। পরে তাদের মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও অবরোধ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত