সারাদেশ

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:৩৯

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে জেলা বিএনপির উপদেষ্টা ও অস্ট্রেলিয়া প্রবাসী কামাল হোসেনের উদ্যোগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আ হ ম খোকন, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন এবং সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন।

বক্তারা বলেন, বর্তমান সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বিএনপি জনগণের দল, আমাদের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই অবৈধ সরকারকে বিদায় করতে হবে। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে জনগণের সেবায় কাজ করবে।

এসময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে মোনাজাত করেন। দোয়া মাহফিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ নজরুল ইসলাম, লেবু শেখ ও প্রদীপ কুমার ভৌমিকের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।