ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৪৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
র্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৩টায় কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। অভিযানের সময় দ্রুত গতিতে পালানোর চেষ্টাকালে একটি লাল রঙের Hero THRILLER মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়।
এসময় মোটরসাইকেল আরোহী মো. বাচ্চু মিয়া ওরফে মোহাম্মদ জুনাইদ ইসলাম (৩৮) এবং মো. টিপু সুলতান (২৭) – উভয়ের পিতা সুরুজ আলী, সাং-মাইজবাগ, বিল রাউল, থানা-ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ – তাদের হেফাজত থেকে ২৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ২০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামি ও আলামত হস্তান্তর করা হয়েছে।
র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
মতামত