সারাদেশ

বিরামপুরে শাইখ স্পোর্টস লিজেন্ড কাপ ক্রিকেটের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ

বিরামপুরে শাইখ স্পোর্টস লিজেন্ড কাপ ক্রিকেটের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:০৫

দিনাজপুরের বিরামপুরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শাইখ স্পোর্টস লিজেন্ড সুপার কাপ টি-২০ ক্রিকেটের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া আনসার মাঠে ভিক্টর স্পোর্টিং ক্লাবের আয়োজনে গত বছরের ২০ সেপ্টেম্বর ১২টি লিজেন্ড ক্রিকেট টিমের অংশগ্রহণে এ লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়, যা আজ ফাইনাল খেলার মাধ্যমে শেষ হলো।

টুর্নামেন্টে স্পন্সর করেছে উপজেলা ক্রীড়াঙ্গণে অবদান রাখা ক্রীড়া সংগঠন "শাইখ স্পোর্টস"। ফাইনালে সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘ পল্লবী লিজেন্ডকে হারিয়ে জয়লাভ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাইখ স্পোর্টস এর কর্ণধার নাসির উদ্দিন খন্দকার লিটন, ভিক্টর স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোজাফফর রহমান, সাধারণ সম্পাদক কাদিরুজ্জামান প্রিন্স, কোষাধ‍্যক্ষ শাহিন কাদির, ক্রীড়া সংগঠক মুশফিকুর রহমান লিটন ও সেলিম রানা সহ স্থানীয় গণ‍্যমান‍্য ব্যক্তিবর্গ বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।