কাতার

কাতারে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার রংপুর বিভাগের সদস্য সংগ্রহ শুরু

কাতারে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার রংপুর বিভাগের সদস্য সংগ্রহ শুরু

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:৫৬

বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। 

এই কার্যক্রমটি ১৫ জানুয়ারি ২০২৫ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে এবং রংপুর বিভাগের ৮টি জেলার প্রবাসী সদস্যদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ করা হবে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) কাতারের রাজধানী দোহায় আমান উল্লাহ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এবং রংপুর বিভাগের কৃতি সন্তান আরিফ হোসেন লিমন।

রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহ কায়সার আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সংগ্রহ উপপরিষদের সম্বনয়কারী মোহাম্মদ নোমান ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহসান, কার্যনির্বাহী সদস্য সুমি আক্তার আরিফা, উপ দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল কালাম ফয়সাল, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহাবুবুল আলম পিন্টু প্রমুখ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, কাতারে অবস্থানরত রংপুর বিভাগের ৮টি জেলার মানবিক গুণাবলীর অধিকারী প্রবাসীদের বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমে যুক্ত করার মাধ্যমে কাতারস্থ রংপুরবাসীর মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে যাবে। মানুষের কল্যাণার্থে জনকল্যাণমুখী কাজ করলেই জীবনে আত্মতৃপ্তি পাওয়া যায়, এই বোধ তৈরি হবে। এভাবে কাতারের বাংলাদেশ কমিউনিটিতে রংপুরবাসীর জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্ম হবে।

শেষে রংপুর বিভাগের নতুন সদস্যদের মাঝে "সদস্য সংগ্রহ ফরম" বিতরণ করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের নৈশভোজের মাধ্যমে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।