বাংলার প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে। শুক্রবার (পহেলা ফাগুন) নতুন দিনের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বসন্ত তার নবযৌবনের বার্তা নিয়ে হাজির হয়েছে। প্রকৃতির রঙ বদলের এই উৎসবে বাঙালির হৃদয়ে জাগে প্রেম, সৃজনশীলতা ও আনন্দের অনুভূতি।
বসন্ত মানেই নতুনের আহ্বান। প্রকৃতিতে পুরোনো পাতার ঝরা আর কোকিলের ডাক জানান দেয় ঋতুর পরিবর্তনের। একসময় ফাগুনে গ্রামবাংলার পথে-প্রান্তরে পলাশ, শিমুল, মান্দারের লাল আভা ছড়িয়ে পড়ত, আমের মুকুলের সুবাস বাতাসে ম ম করত। তবে জলবায়ুর পরিবর্তনের ফলে সেই চিত্র বদলেছে। হারিয়ে যাচ্ছে আগের সেই বসন্তের রূপ, কমে গেছে কোকিলের ডাক, মুকুলের ঘ্রাণও আজ অতীত হয়ে যাচ্ছে।
তবে বসন্তের আবেদন আজও অটুট। এ ঋতু ভালোবাসার, উচ্ছ্বাসের, বাঙালির নবজাগরণের প্রতীক। নাগরিক জীবনে বসন্ত নতুন রঙ নিয়ে আসে, বদলে দেয় পোশাকের ধরণ, বদলায় মননের ভাষা। এই উৎসবপ্রবণ জাতির কাছে বসন্ত শুধু ঋতু পরিবর্তনের বার্তা নয়, এটি সংস্কৃতির নবজাগরণের উৎসবও।
মতামত