সারাদেশ

পাটগ্রামে ইসলামী ছাত্র আন্দোলনের থানা সভাপতি রবিউল ও সাধারণ সম্পাদক জিহাদ

পাটগ্রামে ইসলামী ছাত্র আন্দোলনের থানা সভাপতি রবিউল ও সাধারণ সম্পাদক জিহাদ

ছবি : সভাপতি রবিউল ও সাধারণ সম্পাদক জিহাদ ওসহ-সভাপতি রায়হান


প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৪:২৭

ইসলামীছাত্র আন্দোলন বাংলাদেশ পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে থানা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মাইক্রো স্ট্যান্ডে এ সম্মেলন অনুষ্ঠিতহয়। ইসলামী ছাত্র আন্দোলনের পাটগ্রাম উপলোর শাখার সভাপতি মুহাম্মাদ মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহীসদস্য মুহাম্মাদ তুহিন মালিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, লালমনিরহাট জেলা শাখার দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ রোকনুজ্জামান।

এসময় বিশেষ অতিথি উপস্তি ছিলেন, লালমনিরহাট-১ ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্ভাব্য সংসদ পদপ্রার্থী মুফতি মুহাম্মদ ফজলুল করিম শাহারিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটগ্রাম উপজেলা শাখার সেক্রেটারী, একাব্বর আলী,জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আসাদুজ্জামান জাতীয় শিক্ষক ফোরাম, উপজেলা শাখার সভাপতি মোঃ একাব্বর আলী।

সম্মেলনে প্রধান অতিথির বক্তবে মুহাম্মাদ তুহিন মালিক বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের ছাত্রসমাজকে সত্য, ন্যায় ও আদর্শের পথেপরিচালিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আদর্শিক নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের প্রয়াস।এ সংগঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী ছাত্র আন্দোলন কাজ করছে। সাহসিকতার সাথে মানুষের অধিকার আদায়ের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত কার্যক্রম এ তারা বিতর্কিতকরেছে। ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেয়া হয় নি। সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ হয়নি। মানুষের অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। ভারত পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায়। ইসকন সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করে দেশকে ধ্বংস করতে চায়। ভারত কোনদিন আমাদের সাথে বন্ধুত্ব করতে পারেনি। ভারত সমগ্র বাংলাদেশকে অপমান ও আঘাত করেছে।ভারত যুদ্ধ করতে চাইলে শুরু করে দিন। আমরা লড়াই করতে প্রস্তুত আছি। বাংলাদেশের মানুষ উপবাস বা খুধার্ত থাকলেওকারো কাছে মাথা নত করবে না।

সভাপতি মোস্তফা কামাল তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। ব্যাংক দেউলিয়া হয়েছে। দেশে ব্যাপক লুটপাট হয়েছে। দুর্নীতিবাজ ও ঘুষখোর দেরকেবিচারের আওতায় আনতে হবে। হাসিনার সহযোগিদের বিচার করতে হবে। বাংলাদেশে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান রয়েছে। বাংলাদেশে ভারতের কোন কুচক্রীদের কে কিছু করতেদিবো না। মুদি সরকার একটি মসজিদকে কেন্দ্র করে ৩ জন মুসলমানকে হত্যার ঘটনায় তারা কিছু বলছে না। হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসির কাষ্ঠে উঠাতে হবে। আমরা সংস্কারের পরে নির্বাচন চাই।

সম্মেলনেআগত ছাত্রদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে নতুন সদস্য সংগ্রহ ও সংগঠনের কর্মকাণ্ডআরও বেগবান করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

সম্মেলনেবক্তারা ভবিষ্যতে আরও সংগঠিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার ঘোষণা দেন।

সম্মেলনশেষে পাটগ্রামে ইসলামী ছাত্র আন্দোলনের থানা-২০২৫-২৬ সেশনের কমিটিঘোষণা করা হয়। এতে পাটগ্রাম ইসলামী ছাত্র আন্দোলনের থানা শাখার হাফেজ মোহাম্মদ রবিউল ইসলামকে সভাপতি, আবু হানিফ ইসলামকে সহ-সভাপতি, রায়হান কবির জিহাদকে সাধারণ সম্পাদক, জাকির হোসাইনকে সাংগঠনিক সম্পাদক পদ দিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়।