খাদ্য নিরাপত্তা ও টেকসই খাদ্য ব্যবস্থায় যুব নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যে বরগুনায় তিন দিনব্যাপী ‘খাদ্য ব্যবস্থা যুব নেতৃত্ব প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বরগুনার জেলা পরিষদ ডাকবাংলো কনফারেন্স হলে আয়োজিত এ প্রশিক্ষণের পৃষ্ঠপোষকতায় ছিল জেলা প্রশাসন। বরগুনা সায়েন্স সোসাইটি (বিএসএস) ও এক টকায় বৃক্ষরোপণ উদ্যোগটি আয়োজন করে, যেখানে সহায়তা করে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (GAIN) ও সান ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান উল ইসলাম চৌধুরী ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। এছাড়া বরগুনা সায়েন্স সোসাইটি-বিএসএস-এর উপদেষ্টা জনাব আল মামুন ও জনাব আলমাস হোসাইন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন এম. রাব্বি, জয়া রানী মণ্ডল ও সৈয়দা আসমাউল জান্নাত জুঁই। কর্মশালায় খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি, পুষ্টি নীতি, জলবায়ু স্থিতিস্থাপকতা, প্রকল্প উন্নয়ন ও যুব নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
প্রশিক্ষণে ৩০ জন তরুণ অংশগ্রহণকারী খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জ্ঞান ও দক্ষতা অর্জন করেন। তারা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও খাদ্য ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে প্রস্তুত।
কর্মশালাটি বরগুনায় যুব নেতৃত্বাধীন খাদ্য নিরাপত্তা আন্দোলনের সূচনা করল, যা ভবিষ্যতে আরও প্রসারিত হবে ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
মতামত