নোয়াখালীর হাতিয়ায় ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‘ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি - বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি’—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ জামে মসজিদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) একেএম আব্দুজ জাহের আরেফী। সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাতিয়া দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ বেলাল হোসাইন।
অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইন, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সফিউল্লাহ আল-মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া উত্তর শাখার সভাপতি আবু যর গিফারী সুমন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাতিয়া উপজেলা দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ ইদ্রিস আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গতানুগতিক নির্বাচন ব্যবস্থা বাতিল করে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট সরকারকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না।
সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাতিয়া উপজেলা দক্ষিণ শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। এতে হাফেজ মোহাম্মদ বেলাল হোসাইনকে সভাপতি, হাফেজ কামরুল ইসলাম সাহারাজকে সহ-সভাপতি এবং হাফেজ ফখরুল ইসলাম মেহরাজীকে সাধারণ সম্পাদক করা হয়।
সম্মেলনে হাতিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
মতামত