সারাদেশ

নোয়াখালীতে মসজিদের ভিতর যুবকের আত্মহত্যা

নোয়াখালীতে মসজিদের ভিতর যুবকের আত্মহত্যা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১:২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদের ভেতরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোমর উদ্দিন বেপারী বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আব্দুর রহিম বিপ্লব (২৮)। তিনি একই এলাকার নজির আহমদ বেপারি বাড়ির ফজলুল হক চৌধুরীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে বাড়ি থেকে বের হয়ে যান রহিম। আসরের আজানের সময় ইমাম মসজিদে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম জানান, নিহত রহিম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মসজিদের ভেতরে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।