সারাদেশ

আক্কেলপুরে ইউএনও’র তত্ত্বাবধানে দুই দিনব্যাপী গ্রাম আদালতের প্রশিক্ষণ

আক্কেলপুরে ইউএনও’র তত্ত্বাবধানে দুই দিনব্যাপী গ্রাম আদালতের প্রশিক্ষণ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১:২৪

জয়পুরহাটের আক্কেলপুরে গ্রাম আদালত আইন ও বিধিমালা অবহিতকরণসহ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এতে সহায়তা করে।

প্রশিক্ষণ উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. মহিউদ্দিন জাহাঙ্গীর।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মুনিরা সুলতানা, ইএসডিও-এভিসিবি ৩য় পর্যায়ের প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: রাজিউর রহমান রাজু, উপজেলা কো-অর্ডিনেটর দীনবন্ধু চন্দ্র রায়সহ ইউনিয়ন পরিষদের প্রশাসক, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাবসহকারী-কাম-কম্পিউটার অপারেটররা।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতন করা এবং তাদের দক্ষতা বৃদ্ধি করা। প্রশিক্ষণে আলোচিত হয়, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তির গুরুত্ব, কম খরচে ও স্বল্প সময়ে সমাধানের উপায়, এবং ইউপি চেয়ারম্যান-মেম্বারদের ভূমিকা আরও কার্যকর করার কৌশল।

বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর ছোটখাট বিরোধ ও সমস্যা সমাধানের জন্য গ্রাম আদালত একটি কার্যকর ব্যবস্থা। এটি আদালতের বিকল্প নয়, বরং স্বল্প খরচে ও সহজ প্রক্রিয়ায় বিবাদ মীমাংসার একটি কার্যকর উপায়। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এই ব্যবস্থাকে আরও কার্যকর করতে পারবেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবে বলে আশা করা হচ্ছে।