সারাদেশ

বিএসএফ থেকে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত আনল বিজিবি

বিএসএফ থেকে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত আনল বিজিবি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:৩৭

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক দুই বাংলাদেশি নাগরিককে বিজিবি ফেরত আনল। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) তারিখে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ আটক করে শ্রী বিকাশ শীল (২২) এবং শ্রী পূর্ণ নাথ (২৬) নামের দুই যুবককে। তারা রাণীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের বাসিন্দা।

বিএসএফ জানায়, তাদের সঙ্গে আরও তিনজন বাংলাদেশি নাগরিক ছিল, যারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। বিজিবি’র কার্যক্রম ও বিএসএফ এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তারিখে বিজিবি দুই নাগরিককে ভারতীয় সীমান্ত পিলার ৩৬৬/২-এস এর নিকট পতাকা বৈঠক আয়োজন করে বিএসএফের কাছে ফেরত পায়। পরবর্তীতে তাদের হরিপুর থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনা চিহ্নিত হওয়া পর্যন্ত, বাংলাদেশের নাগরিকদের অবৈধ সীমান্ত অতিক্রমের বিষয়টি তদারকি করছে বিজিবি।