নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হারুন অর-রশিদ।
মুছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রাশেদের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি মোস্তফা আহমেদ, প্রচার সম্পাদক লিটন মিয়া, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মজনু, বিদ্যালয়ের সাবেক সভাপতি সুহেরা আক্তার, বিএনপি নেতা হালিম আজাদ, আলাউদ্দিন আজাদ, আশরাফ উদ্দিন মোল্লা, আল আমিন, ডা. কাউছার, ইউপি সদস্য আসাদ মিয়া প্রমুখ।
এছাড়াও উপজেলা ইউনিয়ন বিএনপির দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল মিয়া (আমিন) এবং যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বিস্কুট দৌড়, মোরগ লড়াইসহ নানা ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। এছাড়া, শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য দেখতে শত শত অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিকেলে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মতামত