সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন প্রকল্প নিয়ে পাউবো’র গণশুনানি

চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন প্রকল্প নিয়ে পাউবো’র গণশুনানি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:২৭

চাঁপাইনবাবগঞ্জে নদী উন্নয়নসহ বহুমুখী প্রকল্প বাস্তবায়নে মাঠে নেমেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

 এ উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পাউবো’র নিজস্ব কার্যালয়ে একটি গণশুনানির আয়োজন করা হয়। 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের আওতায় চলমান ও প্রস্তাবিত প্রকল্পসমূহের বিষয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে সভাপতিত্ব করেন পাউবো চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. এস, এম, আহসান হাবীব। 

এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৫৩ বিজিবি’র সহকারী পরিচালক রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার রুপ কুমার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তায়েফ উল্লাহ হুজাইফ, বালিয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুনিরুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ আব্দুর রহিম, শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রফেসর কামাল উদ্দীন, শিবগঞ্জ ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাইদুর রহমান, নাগরিক টিভির সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরী, মাসুদুর রহমান, ইজউই ফারুক আহমেদ, এ. এইচ. এম. এম বাচ্চু, চরজগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাহেব জান মাস্টার, ঠিকাদার জামাল উদ্দীন নাসের, খাজা তারেক, আব্দুল্লাহ খান, আলহাজ্ব রাকিবুর রহমান প্রমুখ।

গণশুনানিতে বর্তমান প্রকল্পগুলোর অগ্রগতি, প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্য প্রভাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।