কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শিলাইদহ ইউনিয়ন পরিষদ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক, প্রধান শিক্ষক মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস ছাত্তার ও নিজাম উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ক্রিড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
মতামত