ছবি : পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি গিয়ে লাশ হলেন নুর আলম
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রাণ হারিয়েছেন নুর আলম খান (৩৬)।
ফরিদপুরের সালথা উপজেলার একজন প্রবাসী যুবক। মাত্র দুই মাস আগে কাজের সন্ধানে সৌদি আরবে গিয়েছিলেন তিনি, কিন্তু নিয়তির পরিহাসে সেখানে গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করতে থাকেন। এরপর গত ২০ জানুয়ারি রিয়াদে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নুর আলম খান আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। ধার-দেনা করে সৌদি আরবে গিয়েছিলেন তিনি, তবে সেখানে গিয়ে কাজ না পেয়ে বিভিন্ন স্থানে কাজ খুঁজতে থাকেন। দুর্ঘটনায় তার দুটি পা কেটে ফেলা হয়। পরে, চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলেও স্ট্রোক করে মারা যান তিনি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত নুর আলমের স্বজন মাহফুজ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত