সারাদেশ

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:১৩

রংপুর জেলার কাউনিয়া উপজেলায় ইসলামিক রিলিফ কানাডার অর্থায়নে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত গ্রামীণ নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে টেকসই জীবিকা নির্বাহ প্রকল্প - (সীড) এর প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মহিদুল হকের সভাপতিত্বে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভা কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার ডা. মো: কামরুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সভায় সঞ্চালকের ভূমিকায় ছিলেন ঝঊঊউ প্রকল্পের সহকারী সুরক্ষা এবং অন্তর্ভুক্তি কর্মকর্তা শারমিন সুলতানা।

কর্মশালায় ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ঝঊঊউ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, সাংবাদিক এবং সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকল্প অবহিতকরণ সভায় ঝঊঊউ প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর শাহজাদা মুহাম্মদ শরিফ ইসলামিক রিলিফ বাংলাদেশের ভিশন, মিশন এবং মূল্যবোধ ও ঝঊঊউ প্রকল্পের উদ্দেশ্য, মূল কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এছাড়াও প্রকল্পের বিভিন্ন স্থির ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। উপস্থিত ব্যক্তিবর্গ প্রকল্পের সকল কার্যক্রম এবং লক্ষ্য উদ্দেশ্য শুনে সন্তোষ প্রকাশ করেন।

কর্মশালার সমাপণী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মহিদুল হক বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ বহু আগে থেকেই বাংলাদেশের উন্নয়নের সহযোগী। ১৯৯১ সাল থেকে যেভাবে তাঁরা নিঃস্বার্থভাবে বাংলাদেশের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সেটি সত্যিই প্রশংসার দাবিদার। বিশেষ করে রংপুর সহ উত্তরবঙ্গের নিম্ন আয়ের মানুষের কাছে এই সংস্থাটি এক বিশেষ স্থান করে নিয়েছে। আমি আশা করবো এই প্রকল্পের মাধ্যমে কাউনিয়া উপজেলার ১০০০ দরিদ্র ও অতিদরিদ্র পরিবারগুলো দ্রুতই তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবে।

এছাড়াও তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশ কাউনিয়া উপজেলা ছাড়াও অন্যান্য দরিদ্রপীড়িত এলাকায় তাঁদের কার্যক্রম চলমান রাখবেন বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, উক্ত প্রকল্প কাউনিয়া ও পীরগাছা উপজেলার ৪টি ইউনিয়নের মোট ২০০০ অতি দরিদ্র পরিবারের দারিদ্রতা হ্রাসের লক্ষ্যে ৩ বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করছে।