সারাদেশ

মফিজুল হক মতি চেয়ারম্যান আর নেই

মফিজুল হক মতি চেয়ারম্যান আর নেই

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:০৯

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের ৩বারের সাবেক ইউপি চেয়ারম্যান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সাবেক সদস্য এবং গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের একাধিকবার সভাপতি, বরণ্য রাজনীতিবিদ মফিজুল হক মতি চেয়ারম্যান বার্ধক্যজনিত কারণে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে সহ অসংখ্য ভক্ত রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

আজ রাত ৯:০০ টায় নিজ জন্মস্থান নিগুয়ারী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

মফিজুল হক মতি চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তাঁর অবদান রেখে গেছেন। তিনি গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং তাঁর নেতৃত্বে এলাকাটি অনেক সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।