মৎস্য সম্পদের সংরক্ষণ এবং জাটকা ও সামুদ্রিক মাছের ডিম, লার্ভী ও পোনা রক্ষায় সন্দ্বীপে ‘বিশেষ কম্বিং অপারেশন’ পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় রহমতপুর সুইচ গেইটে ৫ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল এবং ৩টি উপকূলীয় বেহুন্দি জাল ধ্বংস করা হয়। এসব জাল মৎস্য সম্পদের ক্ষতি সাধনকারী হিসেবে পরিচিত, বিশেষ করে জাটকা মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর।
মৎস্য অধিদপ্তরের পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ডও এই অভিযানে অংশগ্রহণ করেছে। এই কার্যক্রমের মাধ্যমে বেহুন্দি জাল, কারেন্ট জাল এবং অন্যান্য ক্ষতিকর মৎস্য আহরণ উপকরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
অভিযান চলাকালে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, সিনিয়র সহকারী পরিচালক (সম্পসারণ ও প্রশিক্ষণ) মোঃ মাসুদুল হাছান, সন্দ্বীপ উপজেলা মৎস্য অফিসার আতিকুল্ল্যাহ, বাংলাদেশ কোস্ট গার্ডের সন্দ্বীপ পূর্ব জোনের সিসি মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত