দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরেজ মালিকদের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতি লিঃ মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এক ঘণ্টা মহাসড়ক অবরোধের পর যান চলাচল ব্যাহত হয়।
কৃষকরা সড়ক অবরোধের সময় ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়। তারা জানায়, ৭ দিনের মধ্যে তাদের দাবি পূর্ণ না হলে পুনরায় মহাসড়ক অবরোধ করবে তারা।
কৃষকদের অভিযোগ, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য হিমাগারগুলোকে আগের মতো ৪ টাকা ভাড়া দিতে হতো, কিন্তু এবার তা ৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা কৃষকদের জন্য অস্বাভাবিক। তারা পূর্বের ভাড়া নির্ধারণের দাবি জানায়।
এ বিষয়ে আলু চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল খালেক জানান, হিমাগারের ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় ব্যবসায়ী ও চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। বিদ্যুৎ বিলের অযৌক্তিক অযুহাতে ৪টি হিমাগারে ভাড়া বৃদ্ধি করা হয়েছে, যা তারা সহ্য করতে পারবে না।
এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলাম, বিএনপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনকারী প্রতিনিধিরা।
এ বিষয়ে শাহী হিমাগার লিঃ (৪) শীতলাই এর ম্যানেজার মোঃ আরজু রহমান হিরু বলেন, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের নির্দেশে প্রতি কেজি আলুর ভাড়া ৭ টাকা থেকে ৮ টাকা করা হয়েছে, যা বাজারমূল্য বৃদ্ধির সাথে সঙ্গতিপূর্ণ।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী বলেন, তিনি জেলা প্রশাসককে হিমাগারের ভাড়া কমানোর বিষয়ে জানাবেন এবং এটি কেন্দ্রীয়ভাবে সমাধান করার চেষ্টা করবেন। যদি তা সম্ভব না হয়, তবে স্থানীয়ভাবে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের মধ্যে সমন্বয় করে সমস্যার সমাধান করা হবে।
মতামত