বাল্য বিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ করি, বৈষম্যমুক্ত সমাজ গড়ি এ প্রতিপাদ্য নিয়ে কিশোর কিশোরী ভূমিহীন সমিতি ও নিজেরা করির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সন্দ্বীপ উপজেলার পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠে একটি সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক সমাবেশ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অনন্য রায় পূজা।
কিশোর কিশোরী সমিতির সমন্বয়ক লিমন রায় ও পূণম দত্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার ওসি তদন্ত জুয়েল রহমান, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আবদুল খালেক, নিজেরা অঞ্চল প্রধান মতিয়ার রহমান, পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, সহ প্রধান শিক্ষক টিকলু মজুমদার রাহুল, মুছাপুর ইউপি প্যানেল চেয়ারম্যান সুরাইয়া বেগম, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি, পূর্ব সন্দ্বীপ হাইস্কুলের সহকারী শিক্ষক পরিষদের সভাপতি মাকছুদুর রহমান সুমন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন এবং অন্যান্য শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে পল্লিগীতি, আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, জারি গান, নাটক ও কবিতা পরিবেশন করা হয়।
মতামত